গাজীপুর-৩ আসনে জামায়াতের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ড. জাহাঙ্গীর আলম
ছবিঃ বিপ্লবী বার্তা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ড. জাহাঙ্গীর আলম।


বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে নির্ধারিত সময়ের মধ্যে তিনি শ্রীপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।


এ সময় তাঁর সঙ্গে আসন পরিচালক ও জেলা নায়েবে আমির মোহাম্মদ আব্দুল হাকিম,  গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, শ্রীপুর উপজেলা আমির মাওলানা নুরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল কালাম আজাদসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


মনোনয়ন সংগ্রহ করার পর ড. জাহাঙ্গীর আলম বলেন, জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। গাজীপুর-৩ আসনের মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো। তিনি আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে বলে তিনি আশাবাদী।


উল্লেখ্য, গাজীপুর-৩ আসনটি শ্রীপুর উপজেলা এবং গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়াল গড় ও পিরুজালী ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে বিবেচিত হয়ে আসছে।


নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, গাজীপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৩ হাজার ৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৫৭ জন, নারী ভোটার ২ লাখ ৬০ হাজার ২৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন।একটি পৌরসভা, দুইটি উপজেলা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।