ছবিঃ বিপ্লবী বার্তা
কয়েক হাজার নেতাকর্মী ও ১৫০ টি যানবাহনে তারেক রহমানকে অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নিতে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু ও সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদীর নেতৃত্বে সাতক্ষীরা হতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে।
বুধবার ( ২৪ ডিসেম্বর) বিকাল ৫ টায় সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা মোড় হতে বিএনপি নেতাকর্মীরা রওনা দেন।
এসময় জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক জেলা সেক্রেটারি এড. সৈয়দ ইফতেখার আলী, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক মাও. আনিসুর রহমান, সেক্রেটারি হাফেজ সাইফুল্লাহ আল কাফিসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উর্দ্ধতন নেতাদের নেতৃত্বে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
এসময় নেতাকর্মীরা বলেন, দীর্ঘ ১৭ বছর পরে জনতার নেতা তারেক রহমান দেশে আসছে। সেই নেতাকে রাজকীয় সংবর্ধনা প্রদান করতে যাচ্ছে বাংলাদেশ। আমরা সাতক্ষীরা থেকে ১৫০ টির বেশি পরিবহনসহ বিভিন্ন যানবহনে ঢাকায় রওনা দিয়েছি। গাড়ি সংকটের কারনে এর আগে নেতাকর্মীরা নিজ উদ্যোগে ঢাকায় অবস্থান করছে।

