দীপু হত্যার ঘটনায় রাষ্ট্রের অবহেলা দৃশ্যমান: মানবাধিকার দল
ছবিঃ বিপ্লবী বার্তা

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় রাষ্ট্রীয় ব্যর্থতা ও অবহেলার অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠনগুলো।


ঘটনার পর আজ দুপুরে নিহত দীপু চন্দ্র দাসের নিজ বাড়ি তারাকান্দা উপজেলায় সরেজমিন পরিদর্শনে যান বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ। নাগরিক কোয়ালিশনের আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমের নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল দীপুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং খোঁজখবর নেন।


পরিদর্শন শেষে মানবাধিকার নেতারা বলেন, 'দীপু হত্যাকাণ্ড ছিল একটি পরিকল্পিত ও নৃশংস ঘটনা। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এবং রাষ্ট্রীয় অবহেলা স্পষ্টভাবে দৃশ্যমান। তারা অভিযোগ করেন, সময়মতো প্রশাসনিক হস্তক্ষেপ হলে এই হত্যাকাণ্ড এড়ানো সম্ভব ছিল।' 


মানবাধিকার কর্মীরা আরও বলেন, 'ধর্ম অবমাননার অভিযোগকে হাতিয়ার করে কাউকে পিটিয়ে হত্যা করা এবং পরে মরদেহ পুড়িয়ে দেওয়া চরম মানবাধিকার লঙ্ঘন। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।' 


এ সময় দীপুর পরিবারের সদস্যরা ন্যায়বিচার দাবি করেন এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান। মানবাধিকার সংগঠনগুলো দীপুর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।