ছবিঃ বিপ্লবী বার্তা
কুমিল্লা ৫ সংসদীয় আসনের বুড়িচং উপজেলার ২৫ টি মাদ্রাসায় ড. মোবারক হোসাইন শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের মাঝে প্রাথমিক চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়।
চিকিৎসা সেবা তথা স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মাদ্রাসা শিক্ষার্থীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ড. মোবারক হোসাইন শিক্ষা ফাউন্ডেশনের এই উদ্যোগ।
ড. মোবারক হোসাইন বলেন, "চিকিৎসা একটি মৌলিক অধিকার। আমরা চাইলেই সেই অধিকার পূর্ণাঙ্গ নিশ্চিত করতে পারি না। আমাদের নানাবিধ সীমাবদ্ধতা রয়েছে। উপরন্তু প্রতিটি দায়িত্বশীল জনপ্রতিনিধি এগিয়ে আসলে এই অধিকার নিশ্চিত করা সহজ হয়। মাদ্রাসা শিক্ষার্থীরা পরিবার থেকে দূরে থাকার কারণে হরহামেশায় নানা অসুস্থতার সম্মুখীন হয়। তাই প্রাথমিক ভাবে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে আমাদের এই উদ্যোগ। আল্লাহ চায় তো আমরা এই উদ্যোগ চলমান রাখবো।"

