টাঙ্গাইলের সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালমেঘা নলুয়া সড়কের বেলতলী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার কালিদাস পালাউল্লাহপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে আবির হোসেন (১৬), একই এলাকার মায়েন উদ্দিনের ছেলে লিখন আহমেদ (১৬) এবং কালিদাস ফুলঝুরিপাড়া এলাকার প্রবাসী আব্দুর রউফের ছেলে সাব্বির হোসেন (২১)। আবির ও লিখন কালিদাস কলতান বিদ্যানিকেতনের নবম শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় আবির ও লিখন মোটরসাইকেলে করে নলুয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বেলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাব্বিরের মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবির হোসেন মারা যান। গুরুতর আহত লিখন ও সাব্বিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকা নেওয়ার পথে মির্জাপুরের গোড়াই এলাকায় লিখন আহমেদ এবং বোর্ডবাজার এলাকায় সাব্বির হোসেন মারা যান।
এ দুর্ঘটনায় সাব্বিরের মোটরসাইকেলের আরও দুই আরোহী আহত হয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
কালিদাস গ্রামের লুৎফর রহমান বলেন, একই গ্রামের তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে মাতম।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন চৌধুরী বলেন, ইতোমধ্যে তিনজনের লাশ থানায় গ্রহণ করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

