শ্রীপুরে অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘর পুড়ে ছাই
ছবিঃ বিপ্লবী বার্তা

গাজীপুরের শ্রীপুরে পৃথক অগ্নিকান্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান এবং ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শ্রীপুর পৌরসভার চন্নপাড়া এবং মাওনা ইউনিয়নের জয়নতলী গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ী ও বসতবাড়ীর মালিকদের প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।


রবিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের জয়নতলী (উত্তরপাড়া) গ্রামের আব্দুস সালামের দোকান ও বসত ঘরে এবং সোমবার (২২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নপাড়া এলাকার ব্যবসায়ী সাহাব উদ্দিনের বসতবাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।


চন্নপাড়া এলাকার মাওনা চৌরাস্তার কাঁচামাল ব্যবসায়ী সাহাব উদ্দিন জানান, ভোরে ভাড়া বাসার একটি কক্ষে হঠাৎ আগুন লাগে। মুহুর্তেই আগুন পাশের আরো ৭টি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে ওইসব ঘরে থাকা খাট, ওয়াড্রপ, আলমিরা, সুকেস এবং ফ্রিজসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে ৮টি পরিবারের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়াদের সাথে কথা বলেন এবং তাদেরকে শীত নিবারনের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। 


অপরদিকে, রবিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের জয়নাতলী (উত্তরপাড়া) গ্রামের আব্দুস সালামের বসতঘর ও তিনটি দোকানে আগুন লাগে।


আব্দুস সালাম জানান, তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রæত আগুন পাশের দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে একটি অটোরিকশা, বসতঘরের আসবাবপত্র, মুদি দোকানের সব মালামাল এবং তুলার গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর নুরুল করিম বলেন, চন্নপাড়া এলাকায় সাহাব উদ্দিনের ৮টি বসত ঘর এবং মাওনা ইউনিয়নের জয়নাতলী (উত্তরপাড়া) গ্রামের আব্দুস সালামের বসতঘর ও তিনটি দোকানে পুড়ে গেছে। খবর পেয়ে চন্নপাড়া এলাকায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা এক ঘণ্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি।