মুকসুদপুরে আওয়ামীলীগ নেতার বাড়িতে আগুন
ছবিঃ বিপ্লবী বার্তা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বেজড়া গ্রামে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সাব্বির খানের বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২১ ডিসেম্বর) ভোরে ইউনিয়নের বেজড়া গ্রামের বাড়িতে আগুন লাগে। ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন মুকসুদপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও কর্মচারীগন।


স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মুহাম্মদ ফারুক খানের চাচাতো ভাই এবং মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও খান্দারপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: সাব্বির খানের বাড়িতে ২১ ডিসেম্বর রবিবার গভীর রাতে পিছনের দরজা ভেংগে কে বা কারা বিল্ডিং এর ভিতরে প্রবেশ করে আগুন লাগিয়ে দেয়।


বিল্ডিংএ আগুন দেখতে পেয়ে স্থানীয়রা মুকসুদপুর ফায়ার সার্ভিসে জানায়। সংবাদ পেয়ে বেলা সাড়ে ১২টা নাগাদ মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও কর্মচারী  লিডার ওয়াহিদুজ্জামান খানের নেতৃত্বে একটি টিম দুইটি গাড়ি নিয়ে একঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনেন।


তিনি বলেন, 'খবর পেয়ে আমদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লেগেছে তা তদন্ত করা হচ্ছে।” তবে পুলিশের ধারণা, বাড়িটিতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে থাকতে পারে।


এদিকে, ঘটানস্থল পর্যবেক্ষণের পর মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ফায়ার সার্ভিস থেকে বিষয়টি আমাদের জানানো হয়। এরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধারণা করা হচ্ছে, বাড়িটিতে দুর্বৃত্তরা আগুন দিতে পারে।”


বিল্ডিং এ থাকা সকল প্রকার মালামাল এবং আসবাবপত্র আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।