বিএনপি-জামায়াত সহাবস্থানের অনন্য নজির বুড়িচং এর মোকামে
ছবিঃ বিপ্লবী বার্তা
ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের পাশেই বুড়িচং উপজেলাধীন কাবিলা বাজার। বাজারে প্রবেশ করেই চোখে পড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয় এর বিশাল সাইনবোর্ডে। ঠিক নিচেই দেখা গেল অসাধারণ দেয়ালচিত্র যেখানে ফুটে উঠেছে জিয়া পরিবারের সুনিপুণ চিত্রকর্ম। 


স্থানীয়দের থেকে জানা যায়, মোকাম ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কার্যালয় এর জন্য দোকান বরাদ্দ নেয়ার পর ৫ই আগস্ট পরবর্তী সময়ে সাইনবোর্ড লাগানো হয়। মূল বাজারে সেই সাইনবোর্ড এর পাশেই দেয়াল খালি ছিল বহুসময় ধরে। 
পরবর্তীতে জিয়া স্মৃতি সংসদ কাবিলা বাজার এর আয়োজনে দেয়াল চিত্র অংকন করা হয়। দেয়াল চিত্রে ফুটে ওঠে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাদামাটা জীবন ও তর্জনি উচু করে দৃপ্ত কন্ঠের বক্তব্য দেয়া স্থিরচিত্র।


এ যেন ফ্যাসিবাদী আওয়ামী লীগের সময়ে বি এন পি - জামায়াতের একসাথে চলে আসা রাজনীতির দীর্ঘদিনের সহাবস্থানের বাস্তব রূপ। 


স্থানীয়রা বলেন রাজনীতি এমন সৌহার্দপূর্ণ অবস্থান ই এই দেশে স্থিতিশীল ও সুস্থ রাজনীতির ধারা ফিরিয়ে আনতে সক্ষম হবে।