গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী কে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে মুকসুদপুর উপজেলার গোপ্তরগাতী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মুকসুদপুর উপজেলার গোপ্তরগাতী গ্রামের মো. আকু শেখের ছেলে বোরহান শেখ (৪১) এবং তার স্ত্রী জামিলা বেগম (৩৪)।
সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বোরহান শেখের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

