রাজশাহীর বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলো, বাঘা উপজেলার পাকুরিয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের ইনছার আলীর ছেলে হুর্মত আলি (৫৩), গড়গড়ি ইউনিয়নের আরাজি চাঁদপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে মাহফুজুর রহমান ওরফে সজিব (২৫), আড়ানী ইউনিয়নের ঝিনা রিফুজি পাড়া গ্রামের পিয়ারুল ইসলামের ছেলে ঈশান মোল্লা (১৯)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের দিকনির্দেশনায় সাব ইন্সপেক্টর তুহিন, প্রদ্যুৎ কুমার, রবিউল ইসলামসহ সঙ্গীও ফোর্স অবৈধ নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ১০ টা ৪৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে ১৩ ডিসেম্বর পাকুরিয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের জনৈক ইনছার আলীর পুত্র হুর্মত আলি (৫৩) কে গ্রেফতার করা হয়।
একইদিনে সাইবার সুরক্ষা আইনের ১৭(১) সহ মাদক মামলায় এজাহার নামীয় পলাতক আসামি ও বিজ্ঞ আদালত হতে গ্রেফতারের জন্য মুলতবি থাকা আরও দুইটি গ্রেফতারি পরোয়ানা বলে দীর্ঘদিন আত্মগোপনে থাকা আসামি মাহফুজুর রহমান ওরফে সজিব (২৫) পিতা শাহজাহান আলী গ্রাম আরাধি চাঁদপুর থানা বাঘা জেলা রাজশাহীতে গ্রেফতার করা হয়। এছাড়াও অভিযান পার্টির অভিযানে ১৪ ডিসেম্বর ভোররাতে আড়ানী ইউনিয়নের ঝিনা রিফুজি পাড়া গ্রামের জনৈক পিয়ারুল ইসলাম এর পুত্র ঈশান মোল্লা (১৯) কে আমদানি নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাহার বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, 'গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।'
মাদকদ্রব্যসহ যেকোনো ধর্তব্য অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন ওসি সেরাজুল হক।

