সখীপুর পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিনকে দল থেকে বহিষ্কার
ছবিঃ বিপ্লবী বার্তা

টাঙ্গাইল জেলা বিএনপির আওতাধীন সখীপুর উপজেলার পৌর বিএনপির (কার্যক্রম স্থগিত) সভাপতি মো. নাসির উদ্দিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।


টাঙ্গাইল জেলা বিএনপির পক্ষ থেকে মঙ্গলবার (১২ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 'মো. নাসির উদ্দিনকে পৌর বিএনপির সভাপতি পদসহ বিএনপির প্রাথমিক সদস্যপদ ও সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, 'দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।'


টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল যৌথভাবে স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকল নেতাকর্মীকে বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে নাসির উদ্দিন বলেন, 'আমি এখনো কোনো চিঠি হাতে পাইনি।'


বহিষ্কার নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।