নাগেশ্বরী সীমান্তে ৩৬০ পিস ইয়াবাসহ চোরাকারবারি আটক
ছবিঃ বিপ্লবী বার্তা

কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার, লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি। 


সীমান্তে চলমান চোরাচালান ও মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামখানা বিওপির বিশেষ টহলদল অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা ট্যাবলেট সহ এক চোরাকারবারিকে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়।

 

বিজিবি সূত্রে জানা গেছে, উক্ত তথ্যানুযায়ী, ১২ ডিসেম্বর বিকালে রামখানা বিওপি’ টহলরত বিজিবির সদস্যরা নাগেশ্বরী উপজেলার ত্রিমোহোনী নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এমন সময় একজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহলদল। পরে ওই ব্যক্তির কাছে মাদক থাকতে পারে এই সিদ্ধান্তে তাকে অনুসরণ করলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। বিজিবির সদস্যরা ধাওয়া করে মইজ উদ্দিন (৩৫) নামের সেই চোরাকারবারিকে আটক করে। পরে তার কাছ থেকে ৩৬০ পিস ইয়াবা জব্দ করা হয়।

 

আটক ওই  চোরাকারবারি নাগেশ্বরী উপজেলার বলদিয়া ইউনিয়নের শনবান্দা গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ৩৬০ পিস ইয়াবার সিজার মূল্য ১ লক্ষ ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। 


শনিবার সকালে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্যসহ থানা পুলিশে চোরাকারবারিকে হস্তান্তর করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। 


লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।