নলকূপে পরে যাওয়ার ৩২ ঘণ্টা পর উদ্ধার হওয়া সাজিদ শেষ আশার আলো নিভিয়ে দিয়ে গতকালই পাড়ি জমিয়েছে না ফেরার দেশে। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে রাজশাহীর নেককিড়ি কবরস্থান-সংলগ্ন মাঠেতার দাফন সম্পন্ন হয়। ছেলের এই অকাল প্রয়াণে স্তব্ধ বাবা-মা সহ এলাকাবাসী।
উল্লেখ্য, গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বাড়ির পাশে একটি পরিত্যক্ত গভীর নলকূপের বোরিংয়ের গর্তে পড়ে যায় দুই বছরের শিশু সাজিদ। তার চিৎকার শুনে মা ও স্থানীয়রা ছুটে গিয়ে উদ্ধার চেষ্টা চালালেও তাকে সেখান থেকে বের করতে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিসের সদস্যরা টানা দুই দিন নিঃস্ফূর্ত প্রচেষ্টার টানা ৩২ ঘণ্টা উদ্ধার অভিযান শেষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে সবার মনে আশার আলো জাগিয়ে উদ্ধার হয় সাজিদ। উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকা জুড়ে গভীর শোকের ছায়া ফেলেছে সাজিদের সাথে ঘতে যাওয়া এই দুর্ঘটনাটি। পুরো তানোর উপজেলায় নেমে এসেছে শোকের মাতম।

