কুমিল্লা ৫ আসনের ব্রাক্ষণপাড়া উপজেলায় জামায়াত মনোনীত প্রার্থী ড. মোবারক হোসাইন গণসংযোগ করেন। রবিবার ৭ ডিসেম্বর বেলা ৮:৩০ মিনিটে ব্রাক্ষণপাড়া সদরের কাচাবাজার মনিটরিং এর মধ্য দিয়ে গণসংযোগ শুরু করেন তিনি।
সদরের ধান্যদৌল, কালামুড়িয়া, কল্পপাস, নন্দীপাড়া সহ অন্যান্য গ্রামসমূহে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি ৫ টি মাদ্রাসা, ৩ টি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। ৫ টি উঠান বৈঠক, পাড়া-মহল্লায় গণসংযোগ সহ নবীন প্রবীণদের অংশগ্রহণে আনন্দমিছিল হয় একাধিক পাড়ায়।
গণসংযোগে সার্বিক দিক নির্দেশনায় ছিলেন ব্রাক্ষণপাড়া সদর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির জনাব মাইনুদ্দিন সাঈদ এবং ব্রাক্ষণপাড়া যুব বিভাগের সভাপতি জনাব ওমর সানি। প্রায় শতাধিক কর্মী নিয়ে উপজেলার পাড়া মহল্লায় গণসংযোগ বাস্তবায়িত হয়।
ড. মোবারক হোসাইন গণসংযোগ চলাকালে বলেন, "তরুণ-প্রবীণ সকলে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করেই ক্ষান্ত হবে। প্রতিটি পাড়া মহল্লায় সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টায় অন্তরিকতার সাথে চেষ্টা চলমান রেখেছে। আমরা প্রত্যাশা করি আল্লাহ আমাদের বিজয়ী করবেন ইন শা আল্লাহ। "

