গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার জনবহুল সফিপুরের বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯ ঘটিকা হতে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে এসময় কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি বলে জানা গেছে। নির্বাচনী পরিবেশ ছিল বেশ আনন্দ, উৎসবমুখর ও সুশৃঙ্খল।
সদস্যদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট প্রদানের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করেন।
নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন, সভাপতি: মোঃ ফরিদুজ্জামান (হারিজ), সহ-সভাপতি: মো ফিরোজ আল মামুন, সাধারণ সম্পাদক: মো নাজমুল মন্ডল, সহ সাধারণ সম্পাদক: মো রাসেল আহমেদ, কোষাধ্যক্ষ: ডা.মো মাসুদ রানা, এক নম্বর সদস্য: মো ফজলুল হক মৃধা
নির্বাচন ও ভোটের ফলাফল শেষে বিজয়ী প্রার্থীরা সকল সদস্য, ভোটার ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সমবায় সমিতির উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

