ছবিঃ বিপ্লবী বার্তা
ময়মনসিংহের নান্দাইলে সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ৬০ টি ছাগল বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর)সেবা বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ে প্রাঙ্গণে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় ছাগল বিতরণ করা হয়।
সেবা ফাউন্ডেশনর নির্বাহী পরিচালক ইউসুফ আকন্দ মজিবুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মিজানুল ইসলাম আকন্দ, নান্দাইল এপি ম্যাজার সাগর জন কস্তা, সেবা বুদ্ধিপ্রতিবন্ধি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান আকন্দ প্রমুখ।
এ সময় উক্ত অনুষ্ঠানে উপকারভোগী সহ সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

