হবিগঞ্জে মধ্যরাতে মিললো যুবকের মরদেহ
ছবিঃ বিপ্লবী বার্তা

হবিগঞ্জের চুনারুঘাটে মধ্যরাতে আমির হোসেন নামের এক যুবকের মরদেহ পাওয়া গেছে। বুধবার দিবাগত রাত ১ টার দিকে তার বাড়ির পার্শ্ববর্তী একটি জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।মৃত আমির হোসেন উপজেলার দেওরগাছ ইউনিয়নের বাঘারুক গ্রামের আব্দুল মান্নানের ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, মধ্যরাতে স্থানীয় একজন লোক মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়। এলাকাবাসী চুনারুঘাট থানাকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।


তবে নিহতের পরিবারের দাবী, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরে তার ব্যবহৃত মোটর সাইকেল সহ তার লাশ ফেলে রেখে গেছে।

  

এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।' তিনি আরও বলে, 'পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'