নিয়ামতপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি
ছবিঃ বিপ্লবী বার্তা

বেতন স্কেলের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে নওগাঁর নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে।  বুধবার (৩ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক ভবনের সামনে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়। 'মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ'' এর কেন্দ্রীয়  কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি পালন করা হয়।


উপজেলার স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এ কর্মবিরতি পালন করে। কর্মবিরতি চলাকালে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের ফার্মেসি কাউন্টারে রোগিদের লম্বা লাইন দেখা গেছে। এ সময় বক্তব্য রাখেন মেডিক্যাল টেকনলোজিস্ট ও ল্যাব মমিনুর রহমান, ফার্মাসিস্ট আফরোজ আলী জাহিদ আলম প্রমূখ।


কর্মবিরতি চলাকালে তাঁরা বলেন, "এর মধ্যে দাবি মানা না হলে আগামী ৪ ডিসেম্বর (শাট-ডাউন) পূর্ণ কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে।"