নিয়ামতপুরে সদ্য বিদায়ী ওসিকে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা প্রদান
ছবিঃ বিপ্লবী বার্তা

নওগাঁর নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানের বদলিজনিত বিদায় উপলক্ষ্যে নিয়ামতপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় (ওসির) কার্যালয়ে এ সম্মাননা স্মারক হস্তান্তর করা হয়। 


নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজুর নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি রুহুল আমিন শেখ, দপ্তর সম্পাদক রনজিত মিনজ, সদস্য জাকির হোসেন, আব্দুল করিম প্রমূখ। 


সদ্য বিদায় নেওয়া (ওসি) হাবিবুর রহমান সাংবাদিকের উদ্দেশ্য বলেন, 'সাংবাদিকরা দেশের জন্য ঝুঁকি নিয়ে কাজ করেন।' একই সাথে সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য উপস্থিত সাংবাদিকদের  প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।