বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল জামায়াতের পরিচালক ড. সামিউল হক ফারুকী বলেছেন, 'পিআর দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে।'
গতকাল সকালে ময়মনসিংহ প্রেসক্লাবে নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবী আদায়ে আগামী ৪ ডিসেম্বর ময়মনসিংহে জামায়াত সহ ৮ দলের সমাবেশকে কেন্দ্র করে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, 'আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এখনও আমরা মাঠে ময়দানে ফ্যাসিস্টদের মতো আওয়াজ শুনি। এখনও অনেকে হুমকি দামকি দেয়।লেভেল প্লেয়িং এখনো নিশ্চিত হয়নি।'
এসময় পাঁচ দফা দাবির বিভিন্ন দিক তোলে ধরেন জামায়াতের কেন্দ্রীয় নেতা। তিনি জানান, দাবী আদায়ে আগামী ৪ ডিসেম্বর ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে বিভাগীয় সমাবেশ করবে জামায়াত সহ ৮ দল। সমাবেশে ৮ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির আব্দুল করিম, মহানগর জামায়াতের আমির কামরুল এহসান এমরুল, ইসলামি আন্দোলন ময়মনসিংহ মহানগর সভাপতি ড. নাসিরুদ্দিন, ইসলামি আন্দোলন জেলার সহ সভাপতি মাওলানা গোলাম মাওলানা ভূইয়া, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা অধ্যক্ষ নজরুল ইসলাম, নেযামে ইসলামের জেলা সভাপতি অধ্যাপক আজিজুল হক, বিডিপি জেলা সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন।

