মুন্সিগঞ্জ-১ (সিরাজদীখান–শ্রীনগর) আসনের শ্রীনগর উপজেলার পশ্চিম হাঁসাড়া আনসার ক্যাম্প-সংলগ্ন এলাকায় জামায়াত প্রার্থীর পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপি ঘোষিত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে এক জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আহত জামায়াত কর্মী মো. দ্বীন ইসলাম (৬৪) শুক্রবার রাতে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে দ্বীন ইসলাম নিজ দোকানে বসে ব্যবসা করছিলেন। এ সময় জুনায়েত (১২) নামের এক শিশু ও তার বন্ধু দোকানের পাশে সরকারি বিদ্যুতের খুঁটি থেকে জামায়াত প্রার্থী অধ্যাপক এ কে এম ফখরুদ্দিন রাজীর পোস্টার ছিঁড়ছিলো। বাধা দিতে এগিয়ে গেলে পাশেই অবস্থান নেওয়া শেখ আমিরুল (৩৫), মো. মুরসালিন শেখ (২৬), মাহিম (১৮), আল্লাদ (১৮)সহ আরও ৫–৬ জন তাঁর ওপর চড়াও হন।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা প্রথমে গালিগালাজ করতে করতে দ্বীন ইসলামের ওপর এলোপাতাড়ি কিল-ঘুষি বর্ষণ করে। এক পর্যায়ে মুরসালিন শেখ লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করলে তা বাম কানে লেগে গভীর ক্ষত তৈরি হয় এবং রক্তক্ষরণ শুরু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন।
আহত দ্বীন ইসলাম বলেন, “আমি শুধু পোস্টার ছেঁড়া বন্ধ করতে বলেছিলাম। তারা এমন মারধর করেছে যে আমাকে প্রায় মেরে ফেলছিল। এখনো আতঙ্কে আছি।”
এই ঘটনার নিন্দা জানিয়ে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক এ কে এম ফখরুদ্দিন রাজী বলেন, “সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে আমার কর্মীর ওপর নৃশংস হামলা হয়েছে। বিএনপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর সমর্থকরাই এ ঘটনার সাথে জড়িত। এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
তবে অভিযোগের বিষয়ে জানতে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, “অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

