কক্সবাজারে ছিনতাইকারীদের ধাওয়া, অস্ত্রসহ আটক
ছবিঃ বিপ্লবী বার্তা

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। একইসাথে, তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি ও একটি রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।


পৌরসভাস্থ বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখে প্রধান সড়কে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ বাস টার্মিনাল থেকে বাজারঘাটা গামী একটি সিএনজি অটো রিকশাকে থামতে সিগন্যাল দিলে, গাড়িতে থাকা ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে এবং ঘটনাস্থলেই তিনজনকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত আসামিরা হলেন, কক্সবাজার শহরের ৭ নং ওয়ার্ডের দঃ রুমালিয়ার ছড়ার পিটি স্কুল এলাকার মৃত খোরশেদ আলমের পুত্র সাইফুল ইসলাম প্রঃ ইকবাল (৩০), কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের করিম সিকদার পাড়ার মোঃ ইউনুসের ছেলে মোঃ রিদুয়ান হোসাইন (২০), একই গ্রামের মোঃ বাবুলের পুত্র মোঃ ফাহিম (২০)


কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসপি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।