ছবিঃ বিপ্লবী বার্তা
সাতক্ষীরা সীমান্ত আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি ও পাইকগাছা ফসিয়া রহমান মহিলা কলেজের শিক্ষক গোলাম আজম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় সাতক্ষীরার আশাশুনি উপজেলা কাঁদাকাটি বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম আজম সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুল গফফারের ছেলে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ শিক্ষক গোলাম আযম খুলনার পাইকগাছা নিজ কলেজ থেকে মোটরসাইকেলে সাতক্ষীরায় ফিরছিলেন। পথে আশাশুনির কাঁদাকাটি বাজারে রাস্তার পাশে থাকা মোটর সাইকেলে ধাক্কা খেয়ে তিনি ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তার ওপর আছড়ে পড়লে তিনি গুরুতর আহত হন। পথচারীরা দ্রুত তাকে সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখেছে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

