রূপগঞ্জে জামায়াতের উদ্যোগে "রান উইথ আনোয়ার হোসেন মোল্লা টু সেভ শীতলক্ষ্যা" অনুষ্ঠিত
ছবিঃ বিপ্লবী বার্তা

নারায়ণগঞ্জ -০১ (রূপগঞ্জ)  আসনে জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা এর নেতৃত্বে "রান উইথ আনোয়ার হোসেন মোল্লা টু সেভ শীতলক্ষ্যা" অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর শুক্রবার সকাল ৭ টায় মুড়াপাড়া সরকারি কলেজ থেকে শুরু হয়ে এটি হাটাবো বাজারে গিয়ে শেষ হয়। 


শীতলক্ষ্যা নদী সুরক্ষার অঙ্গিকার নিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার হোসেন মোল্লা বলেন, "শীতলক্ষ্যা নিয়ে যে রাজনীতি ও দখলদারিত্ব তা বন্ধ করতে চাই! ভারতের আধিপত্যকে ধ্বংস করে বেকারত্বহীন শক্তিশালী অর্থনীতির বাংলাদেশ গড়তে চাই! তিনি আরো বলেন “শীতলক্ষ্যা নদী শুধু একটি নদী নয়, আমাদের ইতিহাস, অর্থনীতি ও পরিবেশের প্রাণ"।সর্বশেষ রূপগঞ্জ হতে সকল প্রকার চাঁদাবাজ,  সন্ত্রাসী ও ভূমিদস্যুদের উৎখাত করার প্রত্যয় ব্যক্ত করেন।


দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে  জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, "শীতলক্ষ্যা ছিল রাজধানীর প্রাণ আর এ নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বিভিন্ন শিল্প কলকারখানা এবং এ কারনেই নারায়নগঞ্জকে প্রাচ্যের ডান্ডি বলা হয় কিন্তু কিছু অসৎ নেতৃত্ব, সুবিধাভোগী অসাধু ব্যবসায়ী, ভুমিদস্যু ও চাঁদাবাজদের কারনে নদী ধ্বংস হতে চলেছে। তিনি আরো বলেন, আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজ ও দূর্নীতিমুক্ত এবং সৎ নেতৃত্বের বাংলাদেশ! ইনশাআল্লাহ!"


অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খান, জেলা আইন সম্পাদক এডভোকেট ইসরাফিল, জেলা শিবির সভাপতি আকরাম হোসেন, রূপগঞ্জ পশ্চিম উপজেলার আমীর মাও. ফারুক আহমেদ ও সেক্রেটারী হানিফ ভুঁইয়া, রূপগঞ্জ দক্ষিণ উপজেলা সেক্রেটারি মোঃ আনিছুর রহমান, তারাবো পৌরসভা আমির ডা. শহিদুল ইসলাম ও সেক্রেটারী ডা. নাজমুল হক, ভুলতা ইউনিয়ন আমির মাও. জয়নাল আবেদীন ও মুড়াপাড়া ইউনিয়ন সভাপতি মহিউদ্দিন।

সমাবেশে নেতৃবৃন্দ শীতলক্ষ্যা রক্ষায় জনসম্পৃক্ত আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

দাঁড়িপাল্লা প্রতীক ও শীতলক্ষ্যা নদী— উভয়কে বাঁচাতে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীদের প্রাণবন্ত সাড়া ছিল চোখে পড়ার মত।