নেত্রকোণায় বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালিত
ছবিঃ বিপ্লবী বার্তা
“এখনই পদক্ষেপ নিনঃ বর্তমান সুরক্ষিত রাখুন, ভবিষ্যৎ নিরাপদ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সচেতনতা সপ্তাহ পালন করা হয়েছে। 


সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা সদর হাসপাতালের ইপিআই ভবনে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ‘জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম’, ‘স্বাবলম্বী উন্নয়ন সমিতি’ এবং ‘বাংলাদেশ হেলথ ওয়াচ’-এর সহযোগিতায় একটি আলোচনা সভার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাইফুল হাসান নোমান। এছাড়াও বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলতানা, নেত্রকোণা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ একরামুল হাসান, অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাদিকুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।


জেলা স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপক কোহিনূর বেগম এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি, এর কারণ, মানবস্বাস্থ্যের সম্ভাব্য ক্ষতি এবং সাধারণ মানুষের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা উল্লেখ করেন অযথা অ্যান্টিবায়োটিক সেবন, পশু-পাখিতে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার, স্বেচ্ছায় ওষুধ গ্রহণ এবং সঠিক চিকিৎসা না নেওয়াই রেজিস্ট্যান্স বৃদ্ধির প্রধান কারণ।


সরকারি কর্মকর্তা, চিকিৎসক, সমাজকর্মী, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য, বিসিডিএস প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও পরিবেশকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন। মুক্ত আলোচনায় তারা নিজেদের মতামত প্রকাশ করেন এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।