ঝালকাঠির নেছারাবাদ বার্ষিক মাহফিলে ইসলামী ঐক্যের ডাক
ছবিঃ বিপ্লবী বার্তা

ঝালকাঠির নেছারাবাদ দরবার শরীফে অনুষ্ঠিত বার্ষিক ঈছালে ছওয়াব ও ওয়াজ মাহফিলের শেষ দিনে “জাতীয় প্রতিনিধি সম্মেলন” আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় ঝালকাঠি সদর উপজেলার নেছারাবাদ মাদ্রাসা দরবার কমপ্লেক্সের মাহফিল ময়দানে সম্মেলন শুরু হয়।


বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীনের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনকে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা এতে অংশগ্রহণ করেছেন।


সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই), ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক, ঝালকাঠি- ১ আসনে বি এন পির সংসদ সদস্য প্রার্থী রফিকুল ইসলাম জামাল, ‎খেলাফত মজলিসের আমির মাওলানা আবুল বাছিত আজাদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আকতার হোসেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও ‎গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম রাসেল।


অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করা সম্ভব। একইসঙ্গে তারা দাবি করেন, দেশ কোন পথে এগোবে, সেটি নির্ধারণ করবে জনগণ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তিগুলো।'


মরহুম কায়েদ সাহেব হুজুরের পুত্র নেছারাবাদী হুজুর মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন এবং মাহফিল ময়দান এক ইসলামী মিলন মেলায় পরিণত হয়।


আয়োজকরা জানিয়েছেন, রবিবার (২৩ নভেম্বর) ফজরের পর আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের মাহফিলের সব কার্যক্রম শেষ হবে।