হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বর এলাকা থেকে কাভার্ড ভ্যানসহ প্রায় ৪ হাজার ৮শত কেজি ভারতীয় চোরাই জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার বিকেলে পাচারের সময় এসব জিরা আটক করা হয়।
মঙ্গলবার দুপুর ২টায় গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ৫৫ বিজিবি।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি জিরা পাচারের বিষয়টি জানতে পারে। সেই মোতাবেক সোমবার বিকেলে জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বরে অবস্থান নেয় বিজিবি। সন্ধ্যা ৬টার দিকে একটি কাভার্ড ভ্যান আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় কাভার্ড ভ্যান থেকে ১৬০ বস্তায় প্রায় ৪ হাজার ৮শত কেজি ভারতীয় চোরাই জিরা জব্দ করা হয়। কাভার্ড ভ্যানের বৈধ কোন কাগজপত্র না থাকায় আটক করা হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫) এর অধিনায়ক কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “আমরা ১৬০ বস্তায় প্রায় ৪ হাজার ৮শত কেজি ভারতীয় চোরাই জিরা জব্দ করেছি। প্রতিটি বস্তায় প্রায় ৩০ কেজি করে জিরা ছিল। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২ লাখ টাকা।”
তিনি আরও জানান, জব্দকৃত মালামাল ও কাভার্ড ভ্যান আইনানুগ প্রক্রিয়ায় তালিকাভুক্ত করে শায়েস্তাগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

