বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণ, ধর্ষক গ্রেফতার
ছবিঃ বিপ্লবী বার্তা

হবিগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার একমাত্র আসামি রণদীর গোপকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানার বউবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রণদীর গোপ হবিগঞ্জ পৌরসভার ঘোষপাড়া এলাকার মৃত মনিন্দ্র গোপের ছেলে।


আজ মঙ্গলবার সকাল ৯টায় গণমাধ্যমে পাঠানো র‍্যাব-৯ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল ৩টার দিকে স্কুলে যাওয়ার আগে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে বাসায় রেখে যায় তার মা। পরে বিকেলে স্কুল থেকে ফিরে ওই নারী ইশারায় তার মাকে জানায় যে রণদীর গোপ তাকে ভবনের তৃতীয় তলায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে।


ঘটনার সত্যতা যাচাই করতে ভুক্তভোগীর মা তাকে নিয়ে রণদীর বাসায় গেলে নারীটি ঘটনাস্থল ও আসামিকে চিহ্নিত করে। পরে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। একই রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় রণদীর গোপকে একমাত্র আসামি করে মামলা দায়ের করা হয়।


মামলার পর আসামিকে ধরতে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১৭ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ (সিপিসি-৩) ও র‍্যাব-৪ একটি যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।


র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত রণদীর গোপকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।