রাজশাহীর বাঘা উপজেলার মর্শিদপুর পশ্চিম পাড়ায় যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে বড় আয়োজনের মধ্য দিয়ে দ্বিতীয় তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত এই মাহফিলে দূর-দূরান্তের হাজারো ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে।
মাহফিলে প্রথম বক্তা হিসেবে আলোচনা করেন এশিয়ান টিভি ও মোহনা টিভির আলোচক এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন, নাটোর জেলা শাখার সহ-সভাপতি ও ধর্মীয় আলোচক মাওলানা মো. মিজানুর রহমান নাটোরী।
দ্বিতীয় বক্তা হিসেবে বয়ান পেশ করেন বাংলাদেশ আল-কোরআন গবেষণা পরিষদ, রাজশাহী জেলা সভাপতি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ মাওলানা মো. মুস্তাকিম আহম্মেদ।
তৃতীয় বক্তা ছিলেন জামিয়া ইসলামিয়া বশির উদ্দিন খান হাফেজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন হাফেজ মাওলানা মো. ওমর ফারুক (বগুড়া)।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব মো. নুরুজ্জামান খান (মানিক), সাবেক সহ-সভাপতি রাজশাহী বিএনপি ও আহ্বায়ক কমিটি সদস্য—রাজশাহী জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা শাখার আমির জনাব মো. আব্দুল্লাহ আল মামুন (নূহ)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মো. শাজাহান আলী সরকার, সাবেক সভাপতি ৯ নং ওয়ার্ড বাঘা পৌর বিএনপি।
প্রধান অতিথির বক্তব্যে মানিক খান বলেন, “ইসলাম শান্তির ধর্ম, মানবকল্যাণই ইসলামের মূল বার্তা। এ ধরনের তাফসীরুল কুরআন মাহফিল মানুষের মাঝে ইসলামী জ্ঞান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
ধর্মীয় ভাবগাম্ভীর্য, আলোচনামূলক বয়ান ও দোয়ার মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হয়।

