রায় ঘিরে নোয়াখালীতে তল্লাশি জোরদার,আটক ৯
ছবিঃ বিপ্লবী বার্তা

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায়কে ঘিরে নোয়াখালীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সামগ্রিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সোমবার সকাল থেকেই কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


জেলার নয়টি উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সংযোগ সড়কে র‍্যাব, পুলিশসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা টহল দিচ্ছেন। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে ৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


জেলার প্রধান সড়ক ও শহরের প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি ও সন্দেহজনক ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপ্রশাসনসহ পুলিশের একাধিক দল সমন্বিতভাবে কাজ করছে।


এ বিষয়ে নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহিম বলেন, “শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কেউ যেন নাশকতা বা সাধারণ মানুষের জান-মালের ক্ষতি করতে না পারে—সে বিষয়ে জেলা পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। পাশাপাশি র‍্যাবের অভিযান ও টহলে অংশ নিচ্ছে।”


অধিকতর নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।