নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামী প্রার্থীর ফেস্টুন ভাঙচুর, জেলা নেতাদের তীব্র নিন্দা
ছবিঃ বিপ্লবী বার্তা

নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূইয়া এর নির্বাচনী প্রচার কার্যক্রমের জন্য লাগানো ফেস্টুন রাতে একদল দুস্কৃতকারী ছিড়ে রাস্তার পাশে ও পানিতে ফেলে দিয়েছে।


ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার এবং জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এক বিবৃতি দিয়েছেন। তারা বলেন, “ফ্যাসিস্টদের বিদায়ের পর দেশে একটি রাজনৈতিক সহনশীল ও সহমর্মিতাপূর্ণ পরিবেশ বজায় থাকবে, এটাই প্রত্যাশিত। কিন্তু সম্প্রতি আমাদের উঠান বৈঠক, সভা ও প্রচার কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য রাজনৈতিক আচরণ হতে পারে না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দোষীদের আইনের আওতায় আনার জন্য।”


বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন। দেশের কল্যাণ ও জনগণের সেবায় তাদের কার্যক্রম পরিচালিত হয়। অতীতে ফ্যাসিস্ট শক্তি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করার চেষ্টা করলেও সংগঠনের অগ্রযাত্রা থেমে যায়নি। ফেস্টুন ছিড়ে, সভা সমাবেশে বাধা দিয়ে এই অগ্রযাত্রা থামানো সম্ভব নয়। যারা চোরাগোপ্তাভাবে হামলা করছে, তারা জনগণের কাছে ঘৃণিত হবে।


জেলা নেতাদের আশ্বাস, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখবে এবং আইনের সহায়তায় সকল বাধা মোকাবেলা করবে।