বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান এর নির্বাচনী গণসংযোগ, উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর (রবিবার) সিলেট জেলার ওসমানীনগর উপজেলার ২ নং সাদিপুর ইউনিয়নের ২নং ও ৮নং ওয়ার্ডে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) সংসদীয় আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান। এছাড়া উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা ও সাদিপুর ইউনিয়নের নেতৃবৃন্দ।
এসময় এলাকাবাসী অধ্যাপক আব্দুল হান্নানকে ঘিরে তাদের সমর্থন, ভালোবাসা ও পরিবর্তনের প্রত্যয় প্রকাশ করেন। প্রার্থী জনগণের সঙ্গে কুশল বিনিময় করে আগামী দিনের উন্নয়ন, সুশাসন, ন্যায়বিচার ও কল্যাণমুখী রাজনীতি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয়রা দাঁড়িপাল্লা প্রতীকে তাদের আস্থা পুনরায় প্রকাশ করেন।
গণসংযোগে ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, আন্তরিক আলাপ-আলোচনা, নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রার্থীর পরিকল্পনা ও নির্দেশনা, এবং নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা।
এছাড়া বিকালে প্রার্থী একটি টিউবওয়েল উদ্বোধন করেন। সফরে প্রার্থীর সঙ্গে ছিলেন ওসমানীনগর উপজেলা ভারপ্রাপ্ত আমীর রেজাউনুর রহমান চৌধুরী শাহিন, উপজেলা সেক্রেটারি আনহার আহমেদ, ২নং সাদিপুর ইউনিয়নের সভাপতি আরাফাত রহমান, সেক্রেটারি ইমদাদুল হক মিলন, সহ-সভাপতি সামির আলী এবং পশ্চিম পৈলানপুর ইউনিয়নের সেক্রেটারি মজিবর রহমান প্রমুখ।

