ভাঙচুরের জেরে পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন
ছবিঃ বিপ্লবী বার্তা
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে আসবাবপত্র ভাঙচুরের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। 


রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থী আফরোজা তুলি, মো. মুঈন উদ্দীন মানজুর আজিজ, রাকিব আহমেদ ও ফিরোজ আহমেদসহ আরও অনেকে। কর্মসূচিতে ছাত্রশিবিরের সভাপতি রাকিব মাহমুদ ও সেক্রেটারি রেদোয়ানুল ইসলাম একাত্মতা প্রকাশ করেন।


মানববন্ধনে বক্তারা বলেন, কলেজের ভেতরে এ ধরনের পরিকল্পিত ভাঙচুর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। পাশাপাশি কলেজ প্রশাসনের নিষ্ক্রিয়তার সমালোচনা করে শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন ঘটনার পর এতদিনেও কেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি।


গত বৃহস্পতিবার সকালে মুখোশধারী এক যুবক কলেজের একটি কক্ষে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। আরেকজন পুরো ঘটনাটি ভিডিও ধারণ করে। দুপুরের পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।


ঘটনার পরই কলেজ অধ্যক্ষ পান্না লাল রায় পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, জিডির ভিত্তিতে তদন্ত চলছে এবং প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।


এদিকে ভাইরাল ভিডিওতে থাকা ভাঙচুরকারী যুবকের পরিচয় নিশ্চিত হয়েছে। তিনি পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান আহমেদ সজিব। এ ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। ভিডিও ধারণকারীসহ ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধে তদন্তও চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।