মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার অধ্যাপক এমবি বাকেরের
ছবিঃ বিপ্লবী বার্তা

মাদকমুক্ত সমাজ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন মাগুরার দুই সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক এমবি বাকের। শুক্রবার বিকেলে মাগুরা সদর থানার ১১নং বেরইল পলিতা ইউনিয়ন জামায়াতে ইসলামী শাখার আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।


সমাবেশে অধ্যাপক এমবি বাকের বলেন, রাষ্ট্রের সেবার সুযোগ পেলে মাদকমুক্ত সমাজ গঠন এবং ২৪ শে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবেন। তিনি আরও বলেন, “জুলাই সনদের সংস্কার বাস্তবায়ন করতে যারা রাজি নয় তারা মূলত নয়া ফ্যাসিস্ট চরিত্রে নিজেদের প্রতিষ্ঠিত করছে। বাংলাদেশ আর চাঁদাবাজি, খুনোখুনির রাজত্ব দেখতে চায় না। একটি শান্তিপূর্ণ দেশ গড়াই আমাদের লক্ষ্য।”


তিনি আরও দাবি করেন, “একবার আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিন। পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত করব। আল্লাহর আইন দিয়ে দেশ পরিচালিত হলে মুসলমানসহ সব ধর্মের মানুষই উপকৃত হবে।”


বেকারত্ব দূরীকরণেও অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “আমরা ভোট বিক্রি করবো না, কাউকে বিক্রি করতে দেবো না। জামায়াতে ইসলামী কোনো অপকৌশল ব্যবহার করে ক্ষমতায় যেতে চায় না, জনগণের ভালোবাসায় ক্ষমতায় যেতে চায়।”


বেরইল পলিতা ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির গাজী মুস্তাইনবিল্লাহ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও উপস্থিত ছিলেন, মাগুরা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাহবুবুর রহমান, জেলা সেক্রেটারি মারুফ খারকি এবং থানা ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। সভা শেষে শান্তিপূর্ণ দেশ গড়ার লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।