পিআর ব্যবস্থা ও গণভোট ছাড়া নির্বাচন নয়: ডা. মোহাম্মদ ইউনুস
ছবিঃ বিপ্লবী বার্তা

জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত সমমনা ৮ দল। বুধবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় পিটিআই মোড় থেকে শুরু হওয়া মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।


কর্মসূচির শুরুতে সমাবেশে প্রধান উপদেষ্টা ও ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি ডা. মোহাম্মদ ইউনুস স্পষ্ট ভাবে বলেন, “পিআর ব্যবস্থা ও গণভোট ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না।”


তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন ব্যবস্থা জনগণের মতামত প্রতিফলিত করতে ব্যর্থ। পিআর পদ্ধতি চালু হলে প্রত্যেক ভোটের মূল্য নিশ্চিত হবে এবং ক্ষমতার একচেটিয়া আধিপত্য কমবে। জনগণের মতামতকে উপেক্ষা করে আর কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।


বিক্ষোভ মিছিলের প্রধান অতিথি জামায়াতে ইসলামী জামালপুর জেলা আমির মাওলানা আব্দুস সাত্তার বলেন, “জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করতে হলে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা জরুরি। আমাদের দাবিগুলো জনস্বার্থের দাবি, গণতন্ত্র রক্ষার দাবি।”


সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন জামালপুর জেলা সভাপতি মুফতী মোস্তফা কামাল। তিনি বলেন, “গণভোট ছাড়া নির্বাচন হলে জনগণের আস্থা ফিরে পাওয়া সম্ভব নয়। সবার জন্য সমান রাজনৈতিক ক্ষেত্র নিশ্চিত করাই সময়ের প্রধান চ্যালেঞ্জ।”


সমাবেশে বক্তারা আরও বলেন, এই আন্দোলন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য নয়; এটি জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। রাষ্ট্রের মালিক জনগণই সিদ্ধান্ত নেবে দেশের নির্বাচন কোন পদ্ধতিতে হবে।


বিক্ষোভ শেষে নেতৃবৃন্দ পাঁচ দফা দাবি বাস্তবায়নের জোর আহ্বান জানান এবং শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।