দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মমিনুল হক সরকার
ছবিঃ বিপ্লবী বার্তা

জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন এবং গণভোটের দাবিতে নারায়ণগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বাদ জুমা গাউছিয়া মার্কেট চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ভাষণ এবং জারি করা প্রজ্ঞাপন দেশের জনগণকে হতাশ করেছে। তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের যে চেতনা ও জনগণের যে প্রত্যাশা ছিল, সেই আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা রাজনৈতিক অঙ্গনে নতুন সংকট তৈরি করবে।”


তিনি আরও বলেন, জাতির রক্তঝরা আন্দোলনের প্রতিফলন ঘটাতে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া জরুরি। “গণভোট না হলে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে না। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”


সমাবেশে বক্তব্য দেন জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা, নারায়ণগঞ্জ-১ আসনে প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট ইসরাফিল হোসাইন ও মুজিবুর রহমান মিয়াজী প্রমুখ।


জেলা সেক্রেটারি হাফিজুর রহমান বলেন, “ভবিষ্যতে যাতে কেউ বিনা ভোটে এমপি হতে না পারে, দিনের নির্বাচন রাতে করতে না পারে সেজন্য জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে বৈধতা দিতে হবে।”


সমাবেশে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ আন্দোলন বজায় রেখে গণভোট আদায় পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন।