হবিগঞ্জের বাহুবলে পিকআপ ভ্যানে করে ভারতীয় শাড়ি পাচারের সময় তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ঢাকা–সিলেট মহাসড়কের ভাদেশ্বর ইউনিয়নের ইসলামপুর বাগানবাড়ী এলাকার স্টার ব্রিক ফিল্ডের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্লাস্টিকের বস্তায় মোড়ানো ২৫৫ পিস ভারতীয় জর্জেট শাড়ি জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, মানিকগঞ্জ হরিরামপুরের রহমত আলীর ছেলে মান্নান আহমেদ (৪৮), সিলেটের খাদিমনগরের তবারক আলীর ছেলে নুর উদ্দিন (৩২),একই গ্রামের বাসিন্দা আশরাফ আলীর ছেলে আব্দুর রউফ (৩২)।
বাহুবল মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, "মহাসড়ক হয়ে ভারতীয় শাড়ি পাচারের সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। এ সময় ২০ ডিআই পিকআপ ভ্যানের পেছন থেকে ছয়টি প্লাস্টিক বস্তায় থাকা ২৫৫ পিস ভারতীয় রঙিন জর্জেট শাড়ি জব্দ করা হয় এবং তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

