আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর–সিরাজদীখান) আসনে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং মাঠপর্যায়ের প্রস্তুতি জোরদার করতে সিরাজদীখানে জামায়াতে ইসলামী নির্বাচনী প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৭টায় কেয়াইন ইউনিয়নের নিমতলা শিকদার মার্কেটের সামনে জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খিজির আ. ছালাম।
সম্মেলনে নেতৃবৃন্দ নির্বাচনী কৌশল, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং মাঠপর্যায়ের প্রচার কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান। তারা নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলের নীতি-আদর্শ তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুর রব। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আ. জ. ম. রুহুল কুদ্দুস, জেলা সেক্রেটারি ও মুন্সীগঞ্জ-১ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক এ কে এম ফখরুদ্দিন রাজী, সিরাজদীখান উপজেলা আমির মাওলানা কবির হোসেন, শ্রীনগর উপজেলা আমির টি. এম. বেলাল হুসাইন, সিরাজদীখান উপজেলা সেক্রেটারি ওয়াসিম, শ্রীনগর উপজেলা সেক্রেটারি মো. নুরজামান মীরসহ দুই উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, জনগণের আস্থা ও সমর্থন অর্জনের মাধ্যমেই ন্যায়বিচার, ইতিবাচক রাজনীতি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা সম্ভব। প্রতিনিধিদের তৃণমূল ভোটারদের কাছে দলের কর্মসূচি আরও শক্তভাবে উপস্থাপনের আহ্বান জানান তারা।
সম্মেলন শেষে একটি মিছিল নিমতলা বাজার ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

