সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবসে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ছবিঃ বিপ্লবী বার্তা

‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা এবং ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের আয়োজনে সাতক্ষীরা সার্কিট হাউস চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে সাতক্ষীরা ডায়াবেটিক হাসপাতালে গিয়ে শেষ হয়।


পদযাত্রা শেষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. আজিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী, ট্রেজারার মো. দ্বীন আলী, সদস্য আক্তারুজ্জামান, অ্যাড. ওসমান আলী, ফরিদা আক্তার বিউটি, আজিজ হাসান বাবলু, গোলাম আজম, আলহাজ্ব নজরুল ইসলাম, ডায়াবেটিক হাসপাতালের হিসাব রক্ষক মো. হুমায়ুন কবির এবং প্যাথলজি টেকনিশিয়ান মো. ওয়াজেদ আলী।


ক্যাম্পে রোগী দেখেন ডা. খালিদ সাইফুল্লাহ এবং ডা. দেবদাস পাল। আয়োজক সূত্রে জানা গেছে, দিনব্যাপী এ ক্যাম্পে তিন শতাধিক ডায়াবেটিস রোগীকে বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।