মধ্যরাতে আবদ্ধ রুম থেকে নারীসহ বিএনপির ৩ নেতাকর্মী আটক
ছবিঃ বিপ্লবী বার্তা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাধীন ১ নং উত্তর চর আবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জে নারীসহ ৩ জনকে আটক করেছে স্থানীয়রা। 


শুক্রবার (১৪ নভেম্বর) মধ্যরাতে হায়দরগঞ্জ বাজারের নিকটে এক কক্ষবিশিষ্ট একটি ঘর থেকে একজন নারী ও ৩ জন যুবককে অবরুদ্ধ করে এলাকাবাসী। পরে পুলিশ ফাড়িতে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেয় তাদের। 


স্থানীয়রা জানান, আটককৃত রাজু ১ নং উত্তর চর আবাবিল ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহ সভাপতি, বাকি দুই জন যুবদল কর্মী ফরহাদ ও আসলাম।  তাদের অভিযোগ, রাজু আহমেদ দীর্ঘদিন মাদক ও নারী সাপ্লাইয়ের সাথে জড়িত। তার ছত্রছায়ায় যুবদল নেতা ফরহাদ হোসেন দীর্ঘদিন মাদক বিক্রি করেন বলে জানা যায়। 


স্থানীয়রা জানান, ফরহাদ আগে রাজমিস্ত্রী কাজ করে সংসার চালালেও ২০২৪ সালের ৫ আগষ্ট এর পর থেকে আর কাজে যান না। মাদক বিক্রির সাথে নিজেকে জড়িয়ে এলাকায় অনৈতিক কাজ করে বেড়ান। 


রাজু, ফরহাদ ও আসলামকে আপত্তিকর অবস্থায় আটকের পর হায়দরগঞ্জ পুলিশ পাড়ির হাতে সোপর্দ করেন স্থানীয়রা। তাদের আপত্তিকর কর্মকাণ্ড ও মাদক ব্যবসার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেছেন তারা।