ছবিঃ বিপ্লবী বার্তা
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান (যুগ্ম-সচিব) কে পদোন্নতি জনিত কারণে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ। এ সময় বক্তৃতা দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. শাজাহান সিরাজ, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের হেলাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, পৌর প্রকৌশলী রাজিব কুমার ভক্ত, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস ও রতন সেন কংকন, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, রামশীল কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক কৃষ্ণ বিশ্বাস, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন এবং গ্রাম পুলিশ ফায়েকুজ্জামান।
২৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মুহম্মদ কামরুজ্জামান ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর থেকে গোপালগঞ্জে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন মো. আরিফ উজ জামান, যিনি এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি ২৯টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ ও বদলির মাধ্যমে এই প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে।

