কুড়িগ্রামে নাশকতা বিরোধী অভিযানে গ্রেফতার ১৩
ছবিঃ বিপ্লবী বার্তা

কুড়িগ্রামে পুলিশের নাশকতা বিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।


মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোঃ আশরাফুল আলম।


তিনি জানান, 'নাশকতার পরিকল্পনা ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন এলাকা থেকে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।' 


গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মজিবর রহমান (৪৬), মোঃ রফিকুল ইসলাম বাবুল মুন্সি (৬৩), মোঃ রাইসুল ইসলাম (২৬), মোঃ রেজাউল আলম ওরফে এজাজুল ইসলাম (৪৫), মোঃ জগলুল হায়দার (৫০), মোঃ নাজমুল কবির পিয়াস (৩২), মোঃ লুৎফর রহমান (৩৮), মোঃ মতিয়ার রহমান (৪৪), মোঃ মনোয়ার হোসেন রনি (৩৯), মোঃ এরশাদুল হক আরিফ (৩০), মোঃ শফিকুল ইসলাম (৩৮), মোঃ কাইয়ুম আলী (৩৫) ও মোঃ নুর আলম (৪৬)।


পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও সহায়তার অভিযোগে পৃথক থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।