বাংলাদেশ আই.বি.ডব্লিউ.এফ সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে শহরের সর্বস্তরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ জেলা শহরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের শহর শাখা সভাপতি অ্যাডভোকেট মো. আবু তালেব আকন্দ। সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম। তিনি আগামী নির্বাচনকে সামনে রেখে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, শহর জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল লতিফ ও সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আই.বি.ডব্লিউ.এফ সিরাজগঞ্জ জেলা সভাপতি রুহুল আমিন খসরু, সহসভাপতি পদপ্রার্থী আলাউদ্দিন আজাদসহ জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা ব্যবসায়ী সমাজের ঐক্য, ন্যায্য বাণিজ্যিক পরিবেশ সৃষ্টি এবং আসন্ন নির্বাচনে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান।

