'সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ' এই শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর ১৮৯ তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৯ নভেম্বর) সকাল ১০টায় পঞ্চগড় জেলা সরকারি অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও আয়োজিত এ গণশুনানি শুরু হয়। উক্ত শুনানিতে দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার বিভিন্ন সরকারি আধা সরকারি ও সায়ত্বশাসিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাধারন সেবা গ্রহিতাদের দুর্নীতি ও হয়রানির অভিযোগ নিস্পত্তি করেন।
এসময় দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন, পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ সাবেত আলী, ঠাকুরগাঁও সমন্বিত দুদক কার্যালয়ের উপ-পরিচালক শেখ গোলাম মাওলা, পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সহ বিভিন্ন সরকারি, আধা-সরকারী ও সায়ত্বশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সেবাগ্রহিতারা উপস্থিত ছিলেন।
গণশুনানিতে বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে মোট ১৮১ অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৪৩টি দপ্তরের বিরুদ্ধে দুদকের তফসিলভুক্ত ১১৮ টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়।

