ছবিঃ বিপ্লবী বার্তা
বাগেরহাট জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ফেনির স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেন। শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
এই নিয়োগের মাধ্যমে গোলাম মো. বাতেন বাগেরহাট জেলার ২৪তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।
একই প্রজ্ঞাপনের মাধ্যমে বাগেরহাটের বর্তমান জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানকে নোয়াখালী জেলার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
বিসিএস প্রশাসন ক্যাডারের ২৮তম ব্যাচের কর্মকর্তা গোলাম মো. বাতেন এর আগে ফেনির স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, এর মধ্যে রয়েছে সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ।

