ঢাকার সাভারে অনুষ্ঠিত হয়েছে এক অনন্য মানবিক উদ্যোগ। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা–২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ তৌফিক হাসান—তার উদ্যোগে সাভারের আমিনবাজার ইউনিয়নে আয়োজিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প।
শুক্রবার সকাল ১০টার দিকে আমিনবাজারের বড়দেশি ঈদগাহ মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই ক্যাম্পের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুস সালাম থানা জামায়াতের আমির আব্দুল মান্নান ভূঁইয়া, থানা কর্মপরিষদের সদস্য আবু ইসহাক, সাভার থানা জামায়াতের আমির মোঃ আব্দুল কাদের, আমিনবাজার দক্ষিণ ওয়ার্ড সভাপতি জহুরুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি আরিফুল ইসলাম, এবং চিকিৎসক দলের সদস্য ডা. রেজা ও ডা. শফিকুর রহমান প্রমুখ।
মেডিকেল ক্যাম্পে শতাধিক নারী–পুরুষ অংশ নেন এবং বিভিন্ন রোগের চিকিৎসা গ্রহণ করেন। বিশেষভাবে নারীদের জন্য ছিল পৃথক ব্যবস্থা, যেখানে নারী চিকিৎসকেরা সরাসরি চিকিৎসাসেবা দেন। এছাড়াও সকল রোগীকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।
এই উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন আন্তরিক কৃতজ্ঞতায়। তাদের মতে—এমন সামাজিক উদ্যোগগুলো জনগণের পাশে থাকার প্রতীক,
আর চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এই প্রচেষ্টা সাধারণ মানুষের জীবনে আনছে বাস্তব সহায়তা।

