জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সিরাজদিখানে বিএনপির ঐতিহাসিক সমাবেশ
ছবিঃ বিপ্লবী বার্তা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বর্ণাঢ্য সমাবেশ ও র‍্যালির মধ্য দিয়ে দিনটি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।


শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১টায় সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।


সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে ইতিহাসে অমর হয়ে আছে।


সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি, মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সিরাজদিখান-শ্রীনগর উপজেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত শেখ মো. আব্দুল্লাহ বলেন, “৭ নভেম্বর বীর সৈনিক ও সাধারণ জনগণের ঐক্যবদ্ধ বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়। এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের আবারও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ হতে হবে।”


সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, সদস্য সচিব শাহাদাত সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম, সদস্য সচিব শেখ মোহাম্মদ রাসেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন জয়সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ওলামা দল ও মহিলা দলের নেতাকর্মীরা।


সমাবেশ শেষে শেখ মো. আব্দুল্লাহ ও এম. হায়দার আলীর নেতৃত্বে এক বিশাল র‍্যালি বের হয়ে সিরাজদিখান বাজার সড়ক প্রদক্ষিণ করে রাজদিয়া পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়। র‍্যালিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।