পটুয়াখালীতে বিএনপি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত ১৫
ছবিঃ বিপ্লবী বার্তা

পটুয়াখালীর গলাচিপায় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে চরকাজল ইউনিয়নের কপালভেড়া বাজারে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির প্রার্থী ঘোষণা স্থগিত থাকা পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপির হাসান মামুন নাকি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ,এই দুই জনের মধ্যে কে প্রার্থী হবেন—এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক থেকে সংঘর্ষে রূপ নেয়।


এ সময় উভয় পক্ষের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে একে অপরের ওপর হামলা চালান। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


ঘটনার পর আহতদের দেখতে হাসপাতালে যান বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। তিনি বলেন, “ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সবাইকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ করছি।”


গলাচিপা থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, সংঘর্ষটি দুই পরিবারের বিরোধ থেকে ঘটেছে, যারা ভিন্ন রাজনৈতিক দলের সমর্থক। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।