ছবিঃ বিপ্লবী বার্তা
গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশের বীরত্ব ও দ্রুত তৎপরতায় অপহরণের পর অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে ১৯ মাস বয়সী শিশু রূপা। ঘটনাটি ঘটেছে মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের আলিপুর গ্রামে।
পুলিশ জানায়, আলিপুর গ্রামের মিটুল সিকদারের ১৯ মাস বয়সী কন্যা শিশুকে অপহরণ করে নিয়ে যায় দুলাল হাওলাদার (৩৩)। সে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার চরহোগলা গুনিয়া গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, অভিযুক্ত দুলাল শিশুটিকে দৌলতদিয়ায় বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে দুলালকে হাতেনাতে আটক করে এবং শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
এই সফল অভিযানে নেতৃত্ব দেন মুকসুদপুর থানার দুই পুলিশ অফিসার এসআই আব্দুল হাকিম ও এসআই অনক কুমার ঘোষ।
শিশুটি উদ্ধার হওয়ার খবর পেয়ে আনন্দে আত্মহারা পরিবার ও স্থানীয়রা। শিশুটির মা বলেন, “আমি ভেবেছিলাম আমার মেয়েকে আর জীবিত দেখতে পাব না। আল্লাহর রহমতে আর পুলিশের সাহসী ভূমিকার কারণেই আমার রূপাকে ফিরে পেয়েছি।”
স্থানীয় বাসিন্দারা বলেন, “মুকসুদপুর থানার এই দ্রুত ও কার্যকর পদক্ষেপ জনসাধারণের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বাড়িয়ে দিয়েছে।”
মুকসুদপুর থানা সূত্রে জানা গেছে, আটক দুলাল হাওলাদারের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করা হয়েছে। শিশুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

