‘শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি’ শ্লোগানে সদরপুরে শিক্ষক দিবস পালন
ছবিঃ বিপ্লবী বার্তা

ফরিদপুর জেলার সদরপুরে রবিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে “শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে সকাল ১১টায় একটি র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত দরবার হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদরপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোফাজ্জেল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রূপা ঘোষ, সহকারী শিক্ষা কর্মকর্তা ঝিল্লুর রহমান এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা।


সভায় বক্তারা সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে বেতন, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ইত্যাদি সুবিধায় বিদ্যমান বৈষম্য দূর করার আহ্বান জানান। তারা শিক্ষকদের মর্যাদা ও পেশাগত উন্নয়নের জন্য সরকারের কাছে বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণের দাবি জানান।


বক্তব্য রাখেন আমিরাবাদ ফজলুল হক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাজেদা বেগম, বাইশরশি শিবসুন্দরী একাডেমির প্রধান শিক্ষক আব্দুল বারেক মিয়া, এবং বাবুরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।


প্রধান অতিথি ইউএনও জাকিয়া সুলতানা বলেন, “শিক্ষকরা হচ্ছেন জাতি গঠনের কারিগর। কেবল শিক্ষকরাই নয়, একজন শিক্ষিত জাতি গঠনে অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই একটি শিক্ষিত সমাজ গড়ে তোলা সম্ভব।”


আয়োজনে শিক্ষকদের আন্তরিক উপস্থিতি ও অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আলোচনা সভা শেষে শিক্ষক নেতৃবৃন্দ ভবিষ্যতে শিক্ষাখাতের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।